g ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন-বিক্ষোভ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন-বিক্ষোভ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২, ২০১৪

---

Manobbondhon

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলী ইহুদীদের বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সৈয়দ আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ আওলাদ হোসেন, মো. জসিম উদ্দিন, মাওলানা নাজমূল হোসাইন, মো. আল আমিন মোল্লা, হাফেজ শাহাদাত হোসাইন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মুসলিম বিশ্ব যখন সিয়াম সাধনায় লিপ্ত তখন ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর হামলা ও নির্যাতনে লিপ্ত হয়ে নিরীহ নারী, পুরুষ এমনকি তাদের হাত থেকে কোলের শিশুরা রক্ষা পাচ্ছে না। বর্বরোচিত হামলা বন্ধের জন্য মানববন্ধন থেকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থাকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোনাজাত করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর