g সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৯শে অক্টোবর, ২০১৭ ইং ১৪ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা

AmaderBrahmanbaria.COM
জুন ২৮, ২০১৪

---

pdbআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপ। বৃহ¯পতিবার রাতে নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) মোঃ মোশাররফ হোসাইন বাদী হয়ে সরাইল থানায় এ মামলা করেছেন। মামলা বিবরনে বলা হয় গত ২৫ জুন বুধবার বিদ্যুতের আশুগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে লোড-এর স্বল্পতা ছিল। ফলে বিতরন বিভাগ ব্রাহ্মণবাড়িয়া দফতরের আওতাধীন ঘাটুরা ৩৩/১১ উপকেন্দ্র থেকে সরাইল সদর ও তৎসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুত সরবরাহ করার চেষ্টা করা হয়। বিতরনকালে সাময়িক বিঘেœর সৃষ্টি হয়। এতে ক্ষুদ্ধ হয়ে উচালিয়া পাড়া মোড় থেকে শতাধিক উশৃঙ্খল লোক মিছিল নিয়ে বিদ্যুত অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি সাধন করে।

উলেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত লোডশেডিং চলে। বিদ্যুত না থাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পারার ক্ষোভে সরাইল সদরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিদ্যুত অফিসে হামলা চালায় বিক্ষুদ্ধ লোকজন। এ সময় পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বৃহ®পতিবার রাতে মামলা নথিভুক্ত 

হয়েছে।


 

এ জাতীয় আরও খবর