ব্রাহ্মণবাড়িয়ায় বাস খালে, শিশুসহ নিহত ২,-২০ জন আহত
---
বুধবার সন্ধ্যায় ঢাকা-সলেট মহাসড়কের বেড়তলায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১০) ও অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০)।
আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ জনকে ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।
ঘটনাস্থলের নিকটবর্তী খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহেদ নুর জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাসটির ৪৫ জন যাত্রী সিলেটের শাহজালাল (র.) মাজার জিয়ারত করে গাজীপুর ফিরছিলেন। বেড়তলা এলাকায় সেতুর রেলিঙ ভেঙে বাসটি খালে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতর থেকে ১৫/২০ জনকে উদ্ধার করে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়।
এছাড়া বাসের ভেতর থেকে তরিকুলকে উদ্ধার করা হয়। বেশ কিছু লোক সাঁতরে কূলে উঠেছে।
দুর্ঘটানার পরপর ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। পরে বাংলাদেশ গ্যস ফিল্ডস কোম্পানি লিমিটেডের একটি রেকার বাসটি উদ্বারের চেষ্টা চালায়। রাত সোয়া ১১টায়ও উদ্ধার কাজ অব্যাহত ছিল।