উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসিতে পাস ৭৩ শতাংশ
AmaderBrahmanbaria.COM
মার্চ ২৭, ২০১৪
---
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০১২ এর ফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৭২ দশমিক ৯৭ ভাগ।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের বিস্তারিত তুলে ধরেন।
চূড়ান্ত পরীক্ষায় পাস করেছে ৪৪ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, জিপিএ-৪ পেয়েছে ৩ হাজার ৫৬১ জন এবং জিপিএ-৩.৫ পেয়েছে ১০ হাজার ১৪৭ জন।