শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ভিসাপদ্ধতি আগের মতোই: ভারতীয় হাইকমিশন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৪

52f35bf577277-Untitled-2ভারতে যেতে বাংলাদেশিদের আগের পদ্ধতি অনুসরণ করেই ভিসার জন্য আবেদন করতে পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য ভারতের ভিসাপদ্ধতিতে পরিবর্তন আসছে শিরোনামে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকমিশন এই বিবৃতি দেয়।

হাইকমিশনের মুখপাত্র বলেন, ভিসা আবেদনের জন্য বর্তমানে চালু থাকা অনলাইন পদ্ধতি চালু থাকবে। বর্তমান পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হলে আনুষ্ঠানিকভাবে সেটা সবাইকে জানানো হবে।

গতকাল ভারতের পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা চালুর পরিকল্পনা করছে তার দেশ।

সব ঠিক থাকলে ছয় মাসের মধ্যে এই সুবিধা চালু হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও ভারতে গমনেচ্ছু ১৭৯টি দেশের নাগরিকদের ভিসার জন্য দূতাবাসে ধরনা দিতে হবে না, কাটবে দুর্ভোগ। 

রাজীব শুক্লা বলেন, সব প্রক্রিয়া শেষ হতে আরও ৫-৬ মাস লেগে যাবে।

গতকাল বুধবার ভারতের পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পর্যটন এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

  • ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে তারকাদের ভাবনা‘রোহিঙ্গা সংকট’ নিয়ে তারকাদের ভাবনা
  • বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ
  • সাংসদপুত্র রনির বিচার শুরুসাংসদপুত্র রনির বিচার শুরু
  • ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধনব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন
  • দৈহিক শক্তি বাড়ানোর ঘরোয়া কৌশলদৈহিক শক্তি বাড়ানোর ঘরোয়া কৌশল
  • পাইরেটেড দিলওয়ালেপাইরেটেড দিলওয়ালে
  • আইএসের দখলকৃত খ্রিস্টানদের শহরে ইরাকি বাহিনীর হামলাআইএসের দখলকৃত খ্রিস্টানদের শহরে ইরাকি বাহিনীর হামলা
  • শাকিবের নায়িকা হচ্ছেন শুভশ্রীশাকিবের নায়িকা হচ্ছেন শুভশ্রী
  • প্রভাব পড়বে বাড়ি ও বাজারেপ্রভাব পড়বে বাড়ি ও বাজারে
  • স্কুল পড়ুয়া ছেলের সাথে সিমলার অন্তরঙ্গ দৃশ্য (ভিডিও)স্কুল পড়ুয়া ছেলের সাথে সিমলার অন্তরঙ্গ দৃশ্য (ভিডিও)
  • নকলমুক্ত পরিবেশে নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ॥ ১০ ছাত্রি অনুপস্থিতনকলমুক্ত পরিবেশে নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ॥ ১০ ছাত্রি অনুপস্থিত
  • বিশ্বের সবচেয়ে সুদর্শন ক্রিকেটারদের একাদশবিশ্বের সবচেয়ে সুদর্শন ক্রিকেটারদের একাদশ