৩শ’ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল সঞ্জুর!
বিনোদন ডেস্ক: তার বায়োপিকে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের ‘মডার্ন ডে ক্যাসানোভা’ রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে রণবীর নিজের সম্পর্কে বলেছিলেন যে এখনও পর্যন্ত ১০ জন নারীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে।
কিন্তু, আসল সঞ্জয় দত্ত যে রণবীর কপূরের থেকেও অনেক বড় ক্যাসানোভা ছিলেন তা জানা গেল এবার।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়েই সঞ্জয় দত্তের জীবনের এই ‘সিক্রেট’ জানান পরিচালক রাজকুমার হিরানি। অভিনেতা কী করে মহিলাদের মন জিততেন সে সম্পর্কেও মুখ খুলেছেন পরিচালক হিরানি।
সঞ্জয় দত্ত নিজের ‘গার্লফ্রেন্ড’দের নিয়ে যেতেন নিজের মায়ের কবরের কাছে এবং তাকে বলতেন যে, তিনি তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই, সেই মহিলা আবেগতাড়িত হয়ে পড়তেন। প্রসঙ্গত, সেই কবর নার্গিস দত্তের ছিল না বলেই জানিয়েছেন রাজকুমার হিরানি।