সড়কে একদিনে নিহত ৫২
ঈদ শেষে কর্মস্থলে ফেরতকালে সড়কে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন।
শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর ১২ পর্যন্ত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল দেশের সড়ক দুর্ঘটনা মনিটরিংকালে এ তথ্য পেয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর মতে, ঈদের আগে সড়ক-মহাসড়কে বিভিন্ন সংস্থার কর্মতৎপরতা লক্ষ্য করা গেলেও ঈদের পরে কোনো তৎপরতা না থাকায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। সড়কে এহেন মৃত্যুর মিছিল থামাতে জরুরি ভিত্তিতে সড়কে মনিটরিং ব্যবস্থা চালু করা। মনিটরিং সেলের তথ্যমতে :
গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৯ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-রংপুর সড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরে বিআরটিসির দোতলা বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাগলাপীরের সলেয়া শাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সাভার : সাভারের ঢাকা-আরিচা সড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর : সদর উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। সকাল ৭টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হন। আহত হন আরও ২০ বাসযাত্রী। ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের ভূঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা : সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ধানকল মালিক নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৫ জন মারা যান। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন।
অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় লোকমান শেখ (৫০) নামে এক ইঞ্জিনচালিত-ভ্যানচালক নিহত হন। এ সময় কমপক্ষে ১০ বাসযাত্রী আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহেরা খাতুন ও মিলন নামের দুইজন নিহত হন। শনিবার সকালে উপজেলার আজাদ নগরে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের চালক ও হেলপার নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
টাঙ্গাইল : সখীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল বাছেদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। দুপুরে উপজেলার তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় হেলপার ইমন সরদার (২১) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ার ভাঙ্গারমুখে ম্যাজিক গাড়িচাপায় ছলেমা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী : নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ইউনিয়নের লাকী আক্তার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।