সরকারকে বেকায়দায় ফেলতে জোট বাঁধছে ২২ জঙ্গি সংগঠন
জেএমবির সদস্যসহ জঙ্গিরা কারাগার থেকে জামিনে বেরিয়ে ২২ জঙ্গি সংগটনের সদস্যরা জোট বাঁধছে। ইতিমধ্যে কয়েকদফা বৈঠকও করেছে তারা। সরকারকে বেকায়দায় ফেলতে এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, জেএমবি থেকে নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলাভাই, জয়শ-ই মোহাম্মদ, আল্লার দল, হিযবুল মুজাহিদিন, কালেমা-ই-জামাত, আনছারুল্লাহ বাংলা টিম ও হিযবুল মাহাদী, দাওয়াতে ইসলাম, আল হারাত আল ইসলামিয়া, জামায়াতুল ফালাইয়া, তাওহিদী জনতা, শাহাদাত-ই-নবুওয়াত, জামায়াত-ই-ইয়াহিয়া আল তুরাত, জইশে মোস্তফা বাংলাদেশ, আল-জিহাদ বাংলাদেশ, জামায়াত-আল-সাদাত, হরকত-এ ইসলাম আল জিহাদ, আল ইসলাম মার্টায়ারস ব্রিগেড, লস্কর-ই-তৈয়্যবা, হরকাতুল মুজাহিদীনসহ একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা সরকারকে বেকায়দায় ফেলার ছঁক আকছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে প্রকাশ্যে আসতে পারছেনা তারা।
আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জঙ্গিবিরোধী ১৮টি অভিযানে চার শিশু ও পাঁচ নারীসহ ৩৮ জঙ্গি নিহত হয়। ওই সময় গ্রেফতার হয় দুই শতাধিক জঙ্গি। ২০১৭ সালের মার্চে ৬টি বড় ধরনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সিলেটে ৩টি, চট্টগ্রামে ২টি ও কুমিল্লায় একটি। এই ছয়টি অভিযানে নিহত হয় ১৮ জঙ্গি।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ৩ সক্রিয় সদ্যকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার ভোরে র্যাব-৫-এর একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা মিয়াপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে রহমত আলী (৪৭), পার একলামপুর বিশ্বাস পাড়ার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) ও চাকলা কামারটেকপাড়ার হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)।
র্যাব-৫ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে জেএমবির সদস্য রহমত আলীকে আটক করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেএমবি সদস্য জাহাঙ্গীর আলম ও মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি জিহাদী বই, পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া গত ১৩ মার্চ নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোরা ও জিহাদি বই উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের এলাকায় দুটি বাড়িতে কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা যায়। পরে বিপুলসংখ্যক পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে। রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনের আলোর অপেক্ষায় থাকে পুলিশ। পরে পুলিশের আহ্বানে মঙ্গলবার সকালে ইকবালের বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেন। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি ককটেল, ল্যাপটপ, মোটরসাইকেল, তিনটি ছোরা ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
এছাড়াও চলতি বছরের শুরুতে সীমান্তবর্তী লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি)’র আদলে ‘বিইএম’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনে জড়িত থাকার সন্দেহে ৪ মহিলাসহ ৫ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন, কুষ্টিয়া জেলার নাহিদা পরভীন লাকি, ববি খাতুন, রাজশাহী জেলার শাহাজান পারভীন, দিনাজপুর জেলার আরফিনা আক্তার ও শরিফুল ইসলাম। তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়। বিভিন্ন সময় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারাগার থেকে বেরিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে তাদের গোপেন বৈঠকের কথাও জানতে পেরেছে গোয়েন্দারা।