মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

জিপিএ-৫ বিক্রিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি

জিপিএ-৫ বিক্রিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবক ফোরামের। শনিবার সকালে রাজধানীর শান্তিনগর প্লাজায় অনুষ্ঠিত অভিভাবক ফোরামের সভা থেকে নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন বলে সংগঠনের যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিভাবক ঐক্য ফোরাম নেতৃবৃন্দ জিপিএ-৫ বিক্রি কেলেংঙ্কারিতে অভিযুক্ত রাজধানীর ৫টি কলেজ যথাক্রমে মাইলষ্টোন কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, উত্তরা ইউনাইটেড কলেজ, ঢাকা মেঘাসিটি কলেজ এবং দি ব্রিলিয়্যান্ট কলেজের পাঠদানের অনুমতি বাতিলসহ ঢাকা শিক্ষা বোর্ডের মূলহোতা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অদ্বৈত কুমার রায়ের বিরুদ্ধে সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!

সভায় ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মো. সেলিম উদ্দিন, মো. বেলায়েত হোসেন, আ. রাজ্জাক, শ্যামলী শিমু, মাহবুবুর রহমান, সালাউদ্দিন আল মামুন, মো. সেলিম মিয়া ও জাকির হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে প্রতীয়মান হয় উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ফল পরিবর্তনে প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর এসব কর্মকান্ডে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও জড়িত। যা সরকারের ভাবমুর্তি দারুনভাবে ক্ষুন্ন হয়েছে।

নেতৃবৃন্দ সভায় অপর প্রস্তাবে ভর্তি বাণিজ্যের বিষয়ে বলা হয়, ২০১৮ শিক্ষাবর্ষে ভিকারুন্নিছা নুন স্কুল অ্যান্ড কলেজে এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সরকার ঘোষিত শিক্ষার্থীর ভর্তির নীতিমালা অমান্য করে অর্থের বিনিময়ে শত শত ছাত্র-ছাত্রী ভর্তি করানোর অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা এবং ভর্তি বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে জেল-জরিমানা

কৃষি শুমারির তথ্য সংগ্রহের কাজ আগামী বছরের এপ্রিলে শুরু

এরদোগানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যৌতুক মামলা, পুরুষের জন্য সুখবর

পুলিশের মাদকবিরোধী অভিযান, ৩৫ দিনে গ্রেফতার প্রায় ২২ হাজার, ৫২ দিনে ৮০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব

শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী