মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার নতুন কোচ

 

চলতি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার যেন ‘সুপার ফ্লপ শো’ চলছে। বিশ্বকাপের প্রথম খেলায় আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেই গেছে ল্যাটিন আমেরিকার দলটি। ক্রোয়েশিয়ার কাছে বৃহস্পতিবার (২১ জুন) রাতে ৩-০ গোল ব্যবধানে বাজেভাবে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটা অনেকটাই অনিশ্চিত আর্জেন্টিনার।

এদিকে, গ্রুপ পর্বে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা একটু হলেও আলোর পথ দেখছে। নিজেদের পরের ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলেই শেষ ষোলোতে পা রাখবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু, এর মাঝেই এলো বড় ধরনের দুঃসংবাদ। গুঞ্জন রটেছে, গৃহ-বিবাদে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে নাকি চরম পর্যায় লেগে গেছে দলের তারকা খেলোয়ার মেসি-ডি মারিয়া-আগুয়েরোদের। এও শোনা যাচ্ছে, সাম্পাওলিকে বরখাস্ত না করলে সেই ম্যাচে খেলবেন না তারা। এমনকি অবসরের হুমকিও দিয়েছেন দলটির তারকা ফুটবলাররা।

আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!

কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত কৌশল নিয়ে। মেসিদের অভিযোগ, কোচের উদ্ভুট ট্যাক্টিকসের সঙ্গে খাপ খাওয়াতে না পারাতেই তাদের এমন করুন পারফরম্যান্স। কৌশল বদলাতে বললেও অনড় থেকেছেন সাম্পাওলি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নাকি তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

চাউর হয়েছে, দলটির প্রধান খেলোয়াড়দের প্রাধান্য দিতে সাম্পাওলিকে ছাঁটাই করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হোর্হে বুরুচাগা। এমনটাই শোনা যাচ্ছে।

বুরুচাগা একজন আর্জেন্টাইন তারকা ফুটবলার। যিনি ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি ৮১ মিনিটে ২-২ গোলে সমতা ফেরানোর পর আর্জেন্টিনার হয়ে ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন বুরুচাগা। বিশ্বকাপজয়ী এ কিংবদন্তির হাতেই মেসিদের তুলে দিচ্ছে এএফএ।

তবে টেলিগ্রাফসহ বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে, শেষ ম্যাচ পর্যন্ত হয়তো সাম্পাওলিই আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন। কারণ, এই মুহূর্তে সাম্পাওলিকে বরখাস্ত করলে চুক্তি অনুযায়ী তাকে ২০ মিলিয়ন ডলার দিয়ে বিদায় করতে হবে। যা এই মুহূর্তে দেওয়াটা কঠিন হয়ে দাঁড়াতে পারে আর্জেন্টিনার ফুটবল সংস্থার জন্য।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইরানের বিপক্ষে পর্তুগালের শক্তিশালী একাদশ

ভবিষ্যৎ বাণী বলছে, অঘটন ছাড়াই শেষ হবে গ্রুপ পর্ব

স্বান্ত্বনার জয়ও পেলেন না সালাহ

রাশিয়াকে হারিয়ে গ্রুপ সেরা উরুগুয়ে

ক্রোয়েশিয়া কোচের যে ভাবনা ডুবাবে আর্জেন্টিনাকে

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে থাকছেন নামী রেফারি