অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকাকে প্রকাশ্যে পেটালো প্রেমিক!
বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সামনে প্রকাশ্যে রাস্তার ওপরে ফেলে আঁখি আক্তার নামে এক কলেজ ছাত্রীকে পিটিয়েছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুন) দুপুরে থানায় মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মারধরের শিকার কলেজ ছাত্রীটির নাম আঁখি আকতার। পড়াশোনা করতো বরিশাল ‘ল’ কলেজে। আর অভিযুক্তের নাম অনিক রহমান চৌধুরী। আঁখি অনিকের সাবেক প্রেমিকা। নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা আনিস চৌধুরীর পুত্র অনিক।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর কালীবাড়ি রোডের সামনে বসে এক যুবক এক যুবতীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই যুবতী সড়কের ওপরে পরে গেলে যুবকটি মেয়েটিকে এলোপাতারিভাবে লাথি দিতে থাকে। এসময় মেয়েটিকে উদ্ধার করতে ছুটে যান বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হকসহ স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে অনিককে গ্রেফতার করে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আসাদুজ্জামান হামলার শিকার কলেজ ছাত্রী আঁখি বেগমের বরাত দিয়ে জানান, ৭/৮ বছর ধরে আঁখির সাথে অনিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে অনিক রহমানের সাথে কালীবাড়ি রোডের মুখে বসে অন্য একটি মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ক্ষোভে আঁখি তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এতে অনিক রহমান ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে আঁখিকে মারধর করেন।