নিজ ফ্ল্যাটে নায়িকার শ্লীলতাহানি
নিজ ফ্ল্যাটে নায়িকার শ্লীলতাহানিগভীর রাতে নিজ ফ্ল্যাটে বখাটেদের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন টলিউডের একজন অভিনেত্রী। কলকাতার যাদবপুরে সেন্ট্রাল রোডে অবস্থিত একটি আবাসনে ২২ জুন শুক্রবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
সংশ্লিষ্ট আবাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। শ্লীলতাহানির শিকার হওয়া অভিনেত্রী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসনের একটি ফ্ল্যাট ফাঁকা পড়ে ছিল। গত কয়েক বছর ধরে ফ্ল্যাটে থাকেন না ফ্ল্যাট মালিক। ফলে ফাঁকা পড়ে আছে। এই সুযোগে গত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে বহিরাগতদের আনাগোনা বেড়ে চলছিল। শুক্রবার রাতেও কয়েকজন বহিরাগত ওই ফ্ল্যাটে আসেন। তখনই প্রতিবাদ জানান ওই অভিনেত্রী। তারপরই তার শ্লীলতাহানি করেন বহিরাগতরা। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। এমনকি ভেঙে দেওয়া হয় আবাসনের সিসিটিভি ক্যামেরাও।