সমঝোতা চুক্তি সত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর অবরোধের মেয়াদ বৃদ্ধি করেছেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং-এর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছরের জন্য নবায়ন করেছে।
ট্রাম্প মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে তাদের জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান। ট্রাম্পের নির্দেশনার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ং-এর পরমাণু হুমকির অবসান ঘটেছে।
উল্লেখ্য, গত ১২জুন সিংগাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পিয়ংইয়ং এর পরমাণবিক নিরস্ত্রিকরণের শর্তে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে একটি সমঝোতা চুক্তিও সাক্ষর হয়। দ্য গার্ডিয়ান