অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: নতুন অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেছেন, আপাতত এই নীতি পাসের চেষ্টা থেকে সরে আসা উচিত। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিবাসন বিলটি পাসে ব্যর্থ হন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
অভিবাসন নীতি নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ত্রী মেলানিয়া থেকে শুরু করে সাবেক চার ফার্স্ট লেডি মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা মা-বাবা থেকে শিশুদের বিচ্ছিন্ন করার সমালোচনা করেছেন। জাতিসংঘ থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও ট্রাম্পের এই নীতির সমালোচনা করেন। পরে অবশ্য বুধবার এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প শিশুদের মা-বাবা থেকে আলাদা রাখার নীতি থেকে সরে আসেন। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু তারপরও নতুন অভিবাসন বিলটি প্রতিনিধি পরিষদে পাসে ব্যর্থ হন তিনি।
বৃহস্পতিবার বিলটির বিপক্ষে ২৩১ ভোট এবং পক্ষে ১৯৩ ভোট পড়ে। ৪১ রিপাবলিকান আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। অথচ কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এক টুইট বার্তায় বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আরো রিপাবলিকানদের নির্বাচিত করুন। তাহলে আমরা সুন্দর, নিখুঁত এবং সমন্বিত একটি বিল পাস করতে পারবো। তিনি বলেন, রিপাবলিকানদের অভিবাসন বিল নিয়ে আর সময় অপচয় করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা নভেম্বরে আরো কংগ্রেসম্যান এবং সিনেটর নির্বাচিত করতে পারি। কারণ ডেমোক্র্যাটরা খেলছে। তারা কয়েক দশক ধরে পড়ে থাকা সমস্যার সমাধান করতে চায় না। রিপাবলিকান আইনপ্রণেতা এবং ট্রাম্পের সমালোচক মার্ক স্যানফোর্ড বলেছেন, খেলা শেষ। সূত্র: ইত্তেফাক