ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজাসহ গাড়ি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫২ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান গাড়ি আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হাশেমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এ মাদকবোঝাই গাড়িটি আটক করেন।
বিজিবি জানায়, আটক পিকআপ ভ্যানটিতে মালামাল রাখার জায়গায় মাছের ক্যারেটে ভিতরে কৌশলে গাঁজা পাচার করছিল মাদক ব্যবসায়ীরা। পরে মাছের ক্যারেট খুলে গাঁজা গুলো উদ্ধার করা হয়। তারা আমাদের উপস্হিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। তাই গাড়ির চালকসহ মাদক ব্যবসায়ীদের আটক করা যায়নি।
বিজয়নগর থানার (ওসি) মো. আলী আরশাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
এ জাতীয় আরও খবর

যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে জেল-জরিমানা

কৃষি শুমারির তথ্য সংগ্রহের কাজ আগামী বছরের এপ্রিলে শুরু

পুলিশের ১১ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার বদলি

মসজিদ নির্মাণে কথা রাখেনি সৌদি আরব

১১ ডিআইজিকে বদলি, ৯ অতিরিক্ত ডিআইজির পদোন্নতি
