ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে বিপাকে ভারতগামী বাংলাদেশিরা
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) কাস্টম শাখার হঠাৎ করে নেওয়া তুঘলকি সিদ্ধান্তের বলি হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। ফলে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট না করায় ভারতে ভ্রমণ করতে পারছেন না তারা।
ভুক্তভোগী একাধিক বাংলাদেশি পর্যটক জানান, গত কয়েকদিন ধরে বাংলাদেশি পাসপোর্টধারীরা আখাউড়া সীমান্তের ভারতীয় ইমিগ্রেশন অংশ থেকে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা স্বত্ত্বেও ডলার এন্ডোর্সমেন্ট না থাকায় ভারতে প্রবেশ করতে পারেননি, অথচ তাদের কাছে যথেষ্ঠ পরিমাণ টাকা ও ডলার ছিল। ফলে ইমিগ্রেশন কার্যালয় থেকেই ফিরে যেতে হয়েছে তাদের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ জুন প্রথম বাংলদেশের ১৬ থেকে ১৭ জনের একটি গ্রুপ আগরতলা যাচ্ছিলেন। কিন্তু তাদের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট না থাকার কারণে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠানো হয়। এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। শুক্রবারও অনেক যাত্রী আইসিপি থেকে ফিরে গেছেন।
আরও : যে রং ঘুম কেড়ে নেয়!
বাংলাদেশি যাত্রীদের অনেকে এ বিষয়ে আইসিপিতে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তাদের জিজ্ঞাসা করলেও এর কোনো সদুত্তর দিতে পারেননি তারা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : বাংলানিউজ