যেভাবে সাপের মাথা থেকে মণি বের করা হয়! দেখুন ভিডিওতে
ডেস্ক রিপোর্ট।। বয়স্ক মানুষের কাছে আগেকার দিনে শোনা যেত সাপের মণি নিয়ে গল্প ও কাহিনী। আবার বিভিন্ন সিনেমাতে দেখা যায় সাপের মণি নিয়ে নানা ঘটনা। কিন্তু আসলেই কি সাপের মাথায় মণি বলে কিছু আছে? না নেই? এমন টা অনেকেই মনে করেন। এ ব্যাপারে সবারই কৌতুহল রয়েছে।প্রাকৃতিক ভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না বা তৈরি হয় না।
তবে, সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যার কারণে দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
অনেক সময় দেখা যায়, এই বিষ ছিটকে সাপের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। আর ওই সময় এটাকে বলা হয়ে থাকে ‘সাপের মণি’।