আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে রাব্বি (১০) নামে নিখোঁজ এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নিখোঁজের ৩ দিন পর উপজেলার তিতাস নদী থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
পরিবার ও এলাকাবাসি জানায়, গত ২০ জুন আখাউড়া তিতাস নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নামে রাব্বি। পরে আর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা আখাউড়া রেলজংশনের পুরাতন স্টেশনের পিছনে রফিক মিয়ার বাড়ির কাছে তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।এদিকে শিশু রাব্বির লাশ পাওয়ার পর থেকে রাধানগরস্থ বাড়িতে শোকের মাতম চলছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরও খবর

আখাউড়ায় ১৭০০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী আটক

নবীনগরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাএ নিহত

আশুগঞ্জ ব্রীজর উপর সেলফি : ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

নাসিরনগরে বেয়াই‘র হাতে বেয়াই খুন
