যে পথে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে আর্জেন্টিনা
রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরের শুরু থেকেই বড় দলগুলোর বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা হেরেছে লজ্জাজনকভাবে। বিশ্বকাপের রণভূমিকতে গ্রুপ পর্বে ০-৩ গোলে মেসিরা শেষ কবে হেরেছিল তা আতস কাঁচ দিয়ে খুঁজতে হবে। তবে এই হার অনেক সমীকরণই পাল্টে দিল। রাশিয়ার রণক্ষেত্রে শেষ ষোলোর রাস্তা এখন আর মেসিদের হাতে নেই।
শেষ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ নাইজেরিয়া। সেই ম্যাচ জিতলে লিও’দের পয়েন্ট দাঁড়াবে চার। রাশিয়ার বিশ্বযুদ্ধে গ্রুপ ‘ডি’ কে কেউ গ্রুপ অফ ডেথ বলে মনে না করলেও এই গ্রুপই এখন অঘটনের গ্রুপ।
শুক্রবার (২২ জুন) ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের দিকে যেমন ফুটবল বিশ্বের নজর থাকবে, ঠিক তেমনিই নজরে থাকবে আইসল্যান্ড বনাম নাইজেরিয়া ম্যাচে। লো প্রোফাইল এই ম্যাচই এখন হাইপ্রোফাইল তকমা পেতে চলেছে।
দ্বিতীয় রাউন্ডে মেসিদের খেলার খোনো সুযোগ আছে কিনা তা পাঠকদের সুবিদর্থে অঙ্কের মাধ্যমে উপস্থাপন করা হল।
আরও : ইরানের বিপক্ষে পর্তুগালের শক্তিশালী একাদশ
অঙ্ক এক. নাইজেরিয়া আইসল্যান্ডকে হারিয়ে দিলে মেসিরা শেষ ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে আবার ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে। এক্ষেত্রে গ্রুপের খেলা শেষে ক্রোয়েশিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯, ১টি ড্র-তে মেসিদের পয়েন্ট এখন ১। আর একটি ম্যাচ জিতলে (নাইজেরিয়া ম্যাচ জিতলে) মেসিদের পয়েন্ট দাঁড়াবে ৪-এ। অন্যদিকে আইসল্যান্ড তাদের শেষ দুম্যাচ হারলে পয়েন্ট ১ আর নাইজেরিয়া ৩ পয়েন্ট। সেক্ষেত্রে অনায়াসেই পরের পর্বে যাবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা।
অঙ্ক দুই. অন্য অঙ্ক বলছে শুক্রবার নাইজেরিয়াকে আইসল্যান্ড হারালে ৪ পয়েন্ট পাবে প্রথমবার বিশ্বকাপ খেলা এই দেশ। সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করলেই শেষ ষোলোয় আইসল্যান্ড। নাইজেরিয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে শেষ করলেও আর্জেন্টিনাকে গ্রুপ পর্বেই সফর শেষ করতে হবে।
অঙ্ক তিন. নাইজেরিয়াকে হারানোর পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আইসল্যান্ড শেষ ম্যাচে পা হরকালে তখন আর্জেন্টিনার সঙ্গে চার পয়েন্টে সমস্থানে পৌঁছবে ( আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে তাদের পয়েন্ট হবে ৪)। সেক্ষেত্রে গ্রুপ পর্ব শেষে গোল পার্থক্যে যে দল এগিয়ে থাকবে, তার ভাগ্যেই থাকবে শেষ ষোলোর টিকিট।
অঙ্ক চার. নাইজেরিয়া ম্যাচ ড্র হলে অন্য সমীকরণ অপেক্ষা করছে আইসল্যান্ডের। গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিরুদ্ধে ড্র করলে আইসল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ২,যেখানে ২ ম্যাচ পর মেসিরা এখন এক পয়েন্টে। আর আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র করায় নাইজেরিয়া পাবে এক পয়েন্ট। তখন গ্রুপের শেষ ম্যাচ ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ডই নির্ণায়ক হয়ে দাঁড়াবে। শেষ ষোলোতে জেতে গেলে সেই ম্যাচ জিততে হবে আইসল্যান্ডকে। নাইজেরিয়া ম্যাচ ড্রয়ের পর সেই ম্যাচও ড্র করলে আইসল্যান্ডকে তখন তিন পয়েন্ট নিয়ে মেসিদের পিছনে থাকতে হবে (মেসিরা নাইজেরিয়া ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৪)। এই অবস্থা হলে শেষ ষোলোতে যাবে মেসি-দিবালারা। ডি’গ্রুপই এখন গ্রুপ অফ ডেথ! সত্যিই অঘটনের নাম বিশ্বকাপ। কত ম্যাজিকই না লুকিয়ে রয়েছে অঙ্কের হিসেবে।