যেভাবে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক।। গোল করবেন মেসি, আর জয়ে ফিরবে আর্জেন্টিনা৷ আর্জেন্টাইন ভক্তরা এই প্রার্থনাই করছিলেন৷ কিন্তু এমন কিছুই হল না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা।
এই জয়ের ফলে এক দিকে শেষ ষোল নিশ্চিত হলো ক্রোয়েশিয়ার। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা উঁকি দিচ্ছে মেসিদের।
আরও : ইরানের বিপক্ষে পর্তুগালের শক্তিশালী একাদশ
তবে এখনও সুযোগ রয়েছে মেসিদের দ্বিতীয় রাউন্ডে উঠার। তবে এক্ষেত্রে কিছু হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। মেসিদের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়াকে জিততে হবে (অথবা এই ম্যাচটি ড্র হতে হবে)। আবার নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে অবশ্যই জয় পেতে হবে।
অপরদিকে, আইসল্যান্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র বা পরাজিত হতে হবে। তাহলে আর্জেন্টিনার সামনে সুযোগ আসবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।