আরবাজের বেটিংয়ে যুক্ত থাকার কথা জানতেন না মালাইকা
বিনোদন ডেস্ক: আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার বিষয়টি পুলিশের কাছে আরবাজ খান নিজ মুখে স্বীকার করেছেন। এই ঘটনার পরই বলিউড পাড়ায় হৈ চৈ পড়েছে। এমনকি বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, এই জুয়ার কারণেই নাকি সাবেক স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজের। তবে মালাইকার মুখে শোনা যাচ্ছে অন্য সুর।
সম্প্রতি বিষয়টিকে মিথ্যা ও অস্বীকার করে মালাইকা জানান, ‘আমি তো দূরের কথা। আমার মনে হয় আরবাজ তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও এই কথা শেয়ার করেননি। সালমান ও তার পরিবার বিষয়টি জানতে পেরেছেন শুধু আরবাজ স্বীকার করে নিয়েছেন বলে।’
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
আরবাজ খান ও মালাইকা অরোরাযোগ করে মালাইকা আরও বলেন, ‘সালমানের পরিবার এখন অপেক্ষা করছে আরবাজের কাছ থেকে সবকিছু বিস্তারিত জানার। কিন্তু তারা কোনদিন আরবাজকে এ বিষয়ে চাপ দেবেন না। খান পরিবারে সবাই একসঙ্গে থাকেন। কিন্তু যার যার নিজস্ব একটা জায়গা রয়েছে।’
গত ২ জুন পুলিশি জেরার মুখে আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার কথা স্বীকার করেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ। তখন তিনি জানান, বাজি ধরে প্রায় ২ কোটি ৮০ লাখ রুপি খুইয়েছেন তিনি।