প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিলেন নিক
বিনোদন ডেস্ক: নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে প্রিয়াঙ্কা চোপড়ার। এই তো ক’দিন আগে প্রেমিক ও বন্ধুদের নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন পিসি।
এদিকে, হাতে হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়ালেও প্রেমের বিষয়টি এখনও স্বীকার করে নেননি কেউ। এরইমধ্যে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন নিক।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিলে বার্গার খাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।
মজার বিষয় হলো- প্রিয়াঙ্কার ছবিটির নীচেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নিক জোনাস। তবে, নিক মার্কিন সংগীতশিল্পী হলেও প্রেমিকাকে হিন্দিতে বিয়ের প্রস্তাব দিয়ে লিখেছেন, ‘মুঝসে শাদী কারোগি?’
গত বছর মেট গালার লালগালিচায় নিক জোনাসের সঙ্গে হেঁটেছিলেন প্রিয়াঙ্কা। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।