মিসরের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোস্তফা মাদবৌলির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সিসি।
বৃহস্পতিবার সিসি তার মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য আবাসন, পরিষেবা ও নগর উন্নয়নবিষয়কমন্ত্রীকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
প্রধানমন্ত্রীর পদ থেকে ইসমাইল শরিফের পদত্যাগের দুই দিনের মাথায় প্রেসিডেন্ট সিসি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন।
প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা মোস্তফা মাদবৌলি প্রেসিডেন্ট সিসি’র ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি বর্তমান মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য আবাসন, পরিষেবা ও নগর উন্নয়নবিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নাম ঘোষণার পর তিনি নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বলে দেশটির গণমাধ্যমে খবর প্রচার হয়েছে।
এর আগে শরিফ জামিল পদত্যাগ করার পর গত দুদিন তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।