ব্রাজিল দলকে নিয়ে মিউজিক ভিডিওতে মিশা, জয় ও বিপাশা
বিনোদন ডেস্ক : সাত দিন পরই পর্দা উঠবে রাশিয়া ফুটবল বিশ্বকাপের। সারাবিশ্বের মতো বাংলাদেশও ভক্তরা প্রিয় দল নিয়ে মেতে আছেন বাড়তি আনন্দে। নাটক, টেলিফিল্ম এবং নতুন নতুন গানও তৈরি হচ্ছে বিশ্বকাপ ফুটবলকেন্দ্রীক।
বাংলাদেশেও এমনই উদ্যোগ নিয়েছেন আকাশ নিবির। ব্রাজিল ফুটবল দলকে নিয়ে তৈরি করেছেন একটি গান, যাতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সাজু আহমেদ। গানটির কথা সুর করার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন আকাশ নিবির নিজেই।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
আর এই মিউজিক ভিডিওতে বিনা পারিশ্রমিকে কাজ করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির,মডেল জারা ও দিয়া।
এফডিসির মান্না ডিজিটালের সামনে মনজুর আহমেদের কোরিগ্রাফিতে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে এই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব থেকে প্রকাশিত হবে।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একই সঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমিও এক সময় ফুটবল খেলতাম। আমি ব্রাজিলের ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’