সাকিব আল হাসানের অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও অনন্য এক রেকর্ড গড়লেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এখন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু আগে সাকিব মাত্র দুই উইকেট পিছনে ছিলেন এই রেকর্ড থেকে। প্রথম ম্যাচে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেট শূন্য। অবশেষে তৃতীয় ম্যাচে ১৯ তম ওভারের প্রথম বলে নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে সেই কাঙ্ক্ষিত রেকর্ড স্পর্শ করলেন।
বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ৭৪ এবং উইকেট সংখ্যা ৫০০টি। শুধু তাই নয়, এই তালিকায় তিনিই হলেন সবচেয়ে দ্রুততম ক্রিকেটার।