বাগদাদে অস্ত্রাগারে বিস্ফোরণ : নিহত ১৬
রাকের রাজধানী বাগদাদের সদর সিটি এলাকায় একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ঐ শক্তিশালী বিস্ফোরণে সম্পূর্ণ অস্ত্রাগারটি ধ্বংস হয়ে যায় ।ইরাকি নিরপত্তা বাহিনী এবং হাসপাতাল সূত্রের বরাতে বিস্ফোরণের আঘাতে অন্তত ১৬ ব্যক্তির তাৎক্ষনিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়াও আহত হয়েছে আরো ৩২ জন।
আরও : এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন
নিরাপত্তা বাহিনী জানায়, এই অস্ত্রাগার বিস্ফোরণের পেছনে কোন নাশকতা বা দায়িত্বে অবহেলাজনিত কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারা।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় পুলিশের এক উর্ধত্তবন কর্মকর্তা জানান, তারা নিশ্চিত এই অস্ত্রাগারটি রকেড প্রপেল্ড গ্রেনেড এবং মর্টার শেলের বিস্ফোরণের কারণেই উড়ে যায়। স্থানীয় একটি মিলিশিয়া গ্রুপ এই সমস্ত ভারী অস্ত্র সেখানে মজুদ করেছিলো। -ইয়ন নিউজ