ই’তিকাফের বিনিময়ে টাকা নেয়া কী বৈধ ?
অনেক সময় মহল্লার মসজিদে ই’তিকাফের জন্য কোনো লোক পাওয়া যায় না। তখন মহল্লাবাসী মিলে অন্য মহল্লার একজনকে টাকার বিনিময়ে এতেকাফে বসান। এভাবে টাকা দিয়ে ইতেকাফে বসানোর দ্বারা ইতেকাফের দায়িত্ব আদায় হবে কী ?
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
মূলত বিনিময় নিয়ে ইতিকাফ করা বা করানো সম্পুর্ন অবৈধ। কারণ ইতিকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া উভয়টি অবৈধ। ঐ লোকের ইতিকাফের দ্বারা সুন্নতে মুয়াক্কাদা এর দায়িত্ব আদায় হবে না। মহল্লাবাসী গুনাহগার হবে। জামে তিরমিযী ১/৫১; বাদায়েউস সানায়ে ২/৪৪; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; খানিয়া ২/৩২৫১১১১