বাজেট জনকল্যাণমুখী নয়: খন্দকার মোশাররফ
নির্বাচনী বছরে সরকারে ঘোষিত বাজেট জনকল্যাণমুখী নয় বলে মন্তব্য করেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন । তিনি বলেন, এই বাজেট নির্বাচনী বছরে ভোট আকর্ষণে ঘাটতি বাজেট। যেটা কখনও বাস্তায়ন সম্ভব হবে না। আমরা ২০১৮-১৯ অর্থবছরের পেশকৃত বাজেট প্রত্যাখ্যান করছি।
৭ জুন রাজধানীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদশে কল্যাণ পার্টি এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
জাতীয় সংসদ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বছরের বাজেটের আকার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
মোশাররফ হোসেন বলেন, ঋণের বোঝা বাড়িয়ে ঋণ নির্ভর বাজেটের মাধ্যমে রাজস্ব আদায়ের টার্গেট সম্ভব হবে না। কারণ ঘোষিত বাজেটে ধনীকে আরও ধনী এবং দরিদ্রকে আরও দরিদ্র করার পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে ২০ দলীয় জোটকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান।