বিদেশি মোবাইল ফোনের ওপর ২ শতাংশ সার্চচার্জ আরোপের প্রস্তাব: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি মোবাইল ফোনের ওপর ২ শতাংশ সার্চচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (০৭জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের (২০১৮-১৯ অর্থবছর) অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি
একইসঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনসেটকে মুসক অব্যাহতি দেওয়ারও প্রস্তাব করা হয়। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ‘দেশে কিছু মোবাইল কোম্পানি উন্নত মানের মোবাইল ফোন তৈরি করছে। উৎপাদন পর্যায়ে তাদের মূসক অব্যাহতি দিতে হবে।
এ জাতীয় আরও খবর

ভারী বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা

হঠাৎ ভোটের মাঠে বুলবুল

স্বামী পঙ্গু বেকার, কিন্তু স্ত্রী চলেন এসি-বাস আর বিমানে!

রাজশাহী স্টেশনে ২০মিনিটের মাথায় এসি টিকিট শেষ : ৮ কালোবাজারি আটক

পূর্ব সুন্দরবনে ৬মন হরিণের মাংস উদ্ধার
