ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইন ম্যান নিহত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান মাঈনুদ্দিন মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কাউতলি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাইনুদ্দিন সদর উপজেলার সাদেকপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
মাইনুদ্দিনের সহকর্মীরা জানান, দুপুরে স্টেডিয়াম এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনে ক্রুটি দেখা দেয়। পরে মাইনুদ্দিন ত্রুটি সারাতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: কামরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।