ব্রাহ্মণবাড়িয়ায় বিরল প্রজাতির ২৮টি পাখি উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২৮ টি বিরল প্রজাতির পাখি আটক করেছে আখাউড়ায় বিজিবি সদস্যরা।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটক পাখি গুলোর মধ্যে রয়েছে ৬ টি টিয়া, ৪ টি কাকাতুয়া এবং ১৮ টি বালিহাঁস।
আরও : এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন
বিজিবি সুত্রে জানায়, আখাউড়া চেকপোস্ট এলাকা থেকে এগুলো আটক করা হয়। আকর্ষনীয় রংয়ের অপূর্ব সুন্দর এই বিরল প্রজাতির পাখি গুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার জন্য বিজিবি কর্তৃপক্ষ আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসূজ্জামানের কাছে হস্তান্তর করে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সামসূজ্জামান বলেন, বাহারী রংয়ের এই সুন্দর পাখি গুলো আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ তাই এগুলো বিদেশে পাচার করা সম্পূর্ণ বেআইনী। পাখি গুলোকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।