শুক্রবার, ৮ই জুন, ২০১৮ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

উৎপাদন কমায় জাপানের ইস্পাত রফতানিতে মন্দাভাব

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১৪ মাস ধরে জাপান থেকে আন্তর্জাতিক বাজারে ইস্পাত রফতানিতে মন্দাভাব বজায় ছিল। এ ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলেও জাপানি প্রতিষ্ঠানগুলো থেকে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৫ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি নয় বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর নিক্কেই এশিয়ান রিভিউ।

আরও : কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন কণ্ঠশিল্পী আসিফ

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে জাপান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২৮ লাখ ৩৬ হাজার টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০০৯ সালের মে মাসের পর এটাই জাপান থেকে ইস্পাত রফতানির সর্বনিম্ন মাসভিত্তিক পরিমাণ।

মূলত উৎপাদন কমে আসার জের ধরে এ সময় জাপানের ইস্পাত রফতানি খাতেও মন্দাভাব দেখা গেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে জাপানি উৎপাদনকারীরা ৮৭ লাখ টনের সামান্য কম ইস্পাত উৎপাদন করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। এর মধ্য দিয়ে দেশটি ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় ভারতের কাছে দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

৭ মসজিদ বন্ধ, ৬০ ইমামকে বহিষ্কার করবে অষ্ট্রিয়া

পরিবেশ নিয়ে আলাপ শুরুর আগেই সরে যাবেন ট্রাম্প

ফিলিস্তিনের পাশে রয়েছে বিশ্বের সব মুসলমান : ইরানের প্রেসিডেন্ট

বৈঠকের আগ দিয়ে ট্রাম্পের সঙ্গে জি-৭ নেতাদের বিরোধ

কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

সংযুক্ত আরব আমিরাতে রমজানে চোরদের টার্গেট মসজিদগুলোর দামি জুতায়