ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে মহেব আলী (৪৫), পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পৃথক স্থান থেকে ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরও খবর

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
