আইনশৃঙ্খলা বাহিনীর কেউ একরাম হত্যায় জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য টেকনাফে ওয়ার্ড কাউন্সিল একরাম নিহতের ঘটনায় জড়িত থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২ জুন) সকালে, নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আরও : নতুন পথে যাত্রা শুরু করলেন রেসি
কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই ধরণের ঘটনা যদি ঘটেই থাকে, যদি প্রমাণ হয়ে থাকে… আপনারা জানেন যে, একজন ম্যাজিস্ট্রেট তদন্তে রয়েছেন। ম্যাজিস্ট্রেটের তদন্তে যদি কোন রকম ইঙ্গিত আমাদের দেয় বা কোন নির্দেশনা থাকে তাহলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সে যদি নিশ্চিত করে দেয় যে, এটা এই ধরণের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘যদি কেউ আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এই ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে।’