মঙ্গলবার, ৫ই জুন, ২০১৮ ইং ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন নামে আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে। সে ১২টি মাদক মামলার আসামি।

আরও : নতুন পথে যাত্রা শুরু করলেন রেসি

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে ওসি ফয়সাল বলেন, তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

১৫ বছর নৌকায় ভোট দিতে পারি না: আইভি

মাদকবিরোধী লড়াই: হতাহতের ঘটনার পূর্ণ ও যথাযথ তদন্ত চায় ইইউ

‘বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি এখন অনেক শক্তিশালী’

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!