ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ প্রসব করলেন একসঙ্গে চার সন্তান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন। ওই গৃহবধূর নাম পিয়ারা বেগম (৩৪)।
আরও : তবে কি অভিনয় দিয়ে মন জয় করেছেন অধরা?
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের গ্রামীণ জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে ওই চার শিশুর জন্ম হয়। জন্ম নেয়া শিশুদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে। খবর পেয়ে অনেকেই হাসপাতালে ভীড় জমাচ্ছেন শিশুদের এক নজর দেখার জন্য।
পিয়ারা বেগম পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মো. হোসেন মিয়ার স্ত্রী। বুধবার ভোরে প্রসব ব্যাথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ সামী ত্বা-হা কবীর (মীম) বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুগুলো ভূমিষ্ঠ হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছে।