রমজান মাসেও বিদ্যুৎ সরবরাহের নামে হিলিঝিলি!! গ্রাহক ভোগান্তি চরমে
আরও : নতুন পথে যাত্রা শুরু করলেন রেসি
তৌহিদুর রহমান নিটল, ব্রহ্মণবাড়িয়া: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার বিতরণ বিভাগের গত দুই দিন যাবত বিদ্যুৎ সরবরাহে হিলিঝিলির কারনে গ্রাহক ভোগান্তি চরম আকার ধারন করেছে। গতকাল রবিবার রাত ১০টা থেকে প্রায় ৬-৭ ঘন্টা যাবত শহরের কাজীপাড়া, পুনিয়াউট, মৌড়াইল, পৈরতলা, মধ্যপাড়া, কান্দিপাড়া ও শিমরাইল কান্দি এলাকার প্রায় কয়েক লক্ষ্যাধিক গ্রাহক পবিত্র রমজানের দিনেও চরম ভোগান্তি পৌহাতে হয়েছে। এছাড়া আজ সোমবার শহরের বিভিন্ন এলাকায় একই ভাবে ভোগান্তি শিকার হয় গ্রাহকরা। সংশ্লিষ্ট কর্তাদের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি কোনো সঠিক তথ্য। তবে তারা বিদ্যুৎ সরবরাহে যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছে। বেশ কয়েক বার নির্বাহী প্রকৌশলী ও সহকারি প্রকৌশলী সাথে যোগাযোগ করা হলেও কাজ চলছে কিছুক্ষনের মধ্যে আসবে, ফল্ট পেয়েছে এরকম বাক্য ব্যবহার করে গ্রাহকদের সাথে তাল বাহানা করেছে বেশ কয়েক ঘন্টা। এসব এলাকার ভুক্ত ভোগি গ্রাহকরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হচ্ছে দুর্নীতির আখড়া। এখানে কর্মরত অধিকাংশ কর্মচারিদের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিলাশ বহল এসি সহ যাবতিয় কাজ সারছেন তারা। ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের অনেকের বাড়িতেই অবৈধ সংযোগের দায়ে জেল জরিমানা সহ মামলা ও হয়েছে। আমরা গ্রাহকরা ভোগান্তিতে থাকলেও এনিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেয়। নাম প্রকাশ করার শত্যে কয়েকজন কর্মচারী জানান, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নায়ন বোর্ড দায়িত্বরত কর্তাদের গ্রাহক ভোগান্তি নিয়ে কোনো দূশচিন্তা নাই। তারা কি ভাবে গ্রাহকের পকেট কেটে নিজেদের পকেটে ভারি করবে এই কাজে ব্যস্ত থাকেন সব সময়। রাতে লাইম্যানদের কাজ করার জন্য কোনো ধরনের বলতে হাতের গ্যাপ্স, টর্চলাইট সহ ভাল কোনো যন্ত্রপাতি নেই। যার কারনে লাইনম্যানরা ফিটারের সমস্যা খুজতে গিয়ে হিমশিম খেতে হয়। এই ব্যাপারে বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, যান্ত্রিক সমস্যার কারনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছিল।