আশুগঞ্জ খাদ্যগুদামে বোরো চাল সংগ্রহ শুরু
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খাদ্যগুদামে সরকারিরভাবে বোরো চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। রোববার দুপুর থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে। এর আগে ২ মে থেকে সারাদেশে চাল সংগ্রহ শুরু হয়। চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগষ্ঠ পর্যন্ত। এবার ২৩ হাজার ২৪ টন বোরো চাল সংগ্রহ শুরু করা হবে । এর মধ্যে সিদ্ধ চাল ১৯ হাজার ১’শ ৭৭ টন ও আতব চাল ৩ হাজার ৮’শ ৪৭ টন।
চলতি বছরে সিদ্ধ চাল ৩৮ টাকা ও আতব চাল ৩৭ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। চাল সংগ্রহ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবু কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা রাইসমিল ও হাসকিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা রাইসমিল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ, জেলা চালকল মালিক সমিতির সহসভাপতি হাজী মো. সাদেকুর রহমান প্রমূখ।