শ্রীলেখার নাম ব্যবহার করে প্রতারণা!
বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বেশ বিপাকে পড়েছেন। তার নাম ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রতি মাসে নাকি তাকে কিস্তির টাকাও গুনতে হচ্ছে। শ্রীলেখার দাবি, তিনি এধরনের কোনো ঋণ নেননি।
ভারতের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার নাম ব্যবহার করে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা লোন নেয় রূপচর্চা, লাইফস্টাইল সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। এরপর গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত মোট ৬০ হাজার টাকার কিস্তি শোধ করেছেন তিনি। নিজের অজান্তেই এমনটা করেছেন তিনি।
শ্রীলেখা জানান, ‘ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে ৬,৫৫৬ টাকা করে কেটে নেয়া হতো। এসএমএস আসত। কিন্তু আমি খেয়াল করিনি। যে সংস্থা থেকে লোন নেয়া হয়েছিল তাদের থেকেই মাস খানেক আগে টিভি কিনেছিলাম।
এজন্য ভাবতাম তারই কিস্তি নিয়ে হয়তো মেসেজ এসেছে। তবে হঠাৎ করে এসএমএস চেক করতে গিয়ে ব্যাপারটা নজরে আসে। এরপর কোন এলাকা থেকে টাকা কাটা হচ্ছে সেটা ট্রেস করি। এখন বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন শ্রীলেখা।
এ জাতীয় আরও খবর

‘জীবন একটাই, তাই যেভাবেই হোক ভালো থাকতে হবে’

রান্নায় ব্যস্ত শুভশ্রী

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার মহরত অনুষ্ঠিত

৫০ হাজার টনের ‘দৈত্যাকার’ রণতরী সমুদ্রে ভাসালো চীন

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া হলো না বার্সেলোনার
