সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা হত্যাচেষ্টা মামলায় এমপি রানার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জিবিজি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি(ভিপি) ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া তার জামিন মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ১১টায় রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশোক কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ মে রানাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শামছুল ইসলাম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে রানা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

২০১৬ সালের ৯ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী আবু সাঈদকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তিনি পঙ্গু হয়ে যান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি আব্দুল জব্বার বাবু ঘটনার সঙ্গে রানার জড়িত থাকার কথা স্বীকার করে ২০১৬ সালের ২০ ডিসেম্বর আদালতে জবানবন্দি দেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বড় ভাইয়ের হাতে ছোট ভাইসহ নিহত দুই

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

বিগত দিনের উন্নয়নের জন্যই মানুষ আমাকে ভোট দেবে: খালেক

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

নানা রকম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আশঙ্কা মঞ্জুর

শ্রীমঙ্গলে ‘চা নিলাম’, দেড় শ বছরে এই প্রথম