সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ১৫ লাখ টাকার ২ কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। তারা রেক্টাম ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে করে স্বর্ণগুলো বহন করছিলেন।
বৃহস্পতিবার রাতের দিকে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের ডিসি অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে
ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৮৯) আসেন তিন ভারতীয় নাগরিক। তারা হলেন- রেখা, উর্মিলা ও প্রকাশ। তাদের মধ্যে রেখার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান থেকে ৮০১ গ্রাম, উর্মিলার রেক্টাম থেকে ৯০১ গ্রাম ও প্রকাশের রেক্টাম থেকে ৫০৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৩শ’ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
অথেলো চৌধুরী আরো বলেন, গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাদের গতিবধি সন্দেহজনক হলে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা অস্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশী ও মেডিক্যাল স্ক্যান করে স্বর্নের অস্ত্বিত্বের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আটককৃতদের থানায় সোপর্দ করাসহ তাদের বিরুদ্ধে কাস্টমস এ্যক্ট ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যক্ট ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বড় ভাইয়ের হাতে ছোট ভাইসহ নিহত দুই

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

বিগত দিনের উন্নয়নের জন্যই মানুষ আমাকে ভোট দেবে: খালেক

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

নানা রকম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আশঙ্কা মঞ্জুর

শ্রীমঙ্গলে ‘চা নিলাম’, দেড় শ বছরে এই প্রথম