সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

দখলকৃত কাশ্মীরের নয়, কাশ্মীরি হলেই সাহায্য পাবে: সুষমা

নিজের টুইটার প্রোফাইলে ‘ভারত দখলকৃত কাশ্মীর’ শব্দটি উল্লেখ থাকায় ফিলিপাইনে পড়া কাশ্মীরের শিক্ষার্থীকে সর্তক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৃহস্পতিবার সুষমা টুইটারে এসেছিলেন ফিলিপাইনে থাকা কাশ্মীরি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা করতে। এর মধ্যে শেখ আতিক নামের এক শিক্ষার্থী সুষমার কাছে নিজের পাসপোর্ট নিয়ে সাহায্যের জন্য আবেদন জানায়। সুষমাকে ট্যাগ করা ওই আবেদনে আতিক বলেন, ‘আমি জম্মু কাশ্মীর থেকে মেডিসিন কোর্স করতে ফিলিপাইন এসেছি। কিন্তু আমার পাসপোর্ট নষ্ট হয়ে যায়। আমি একমাস আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি। কিন্তু আমাকে জরুরি মেডিকেল চেকআপ এর জন্য বাড়িতে যেতে হবে। দয়া করে আমাকে পাসপোর্ট পেতে সাহায্য করুন।’

উত্তরে সুষমা লিখেন, তুমি যদি জম্মু কাশ্মীরের হও আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব । কিন্তু তোমার টুইটার প্রোফাইলে দেখাচ্ছে তুমি ‘ভারতের দখলকৃত কাশ্মীর’ থেকে এসেছ। এই রকম কোন স্থানের কথা আমার জানা নেই।

ওই শিক্ষার্থীর প্রোফাইলে ‘ফ্রম ইন্ডিয়ান অকুপায়েড কাশ্মীর’ লেখা ছিল। সুষমা এই মন্তব্য করার পর আতিক সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করেন। এরপর অবশ্য সুষমা নিজের প্রোফাইলের তথ্য সংশোধন করার ওই তরুণের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাসপোর্টের জন্য সাহায্য করতে আদেশ দেন। ইয়ন

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

জ্ঞান ফিরেছে গানে

ইন্দোনেশিয়ায় কি শক্তিশালী হচ্ছে জঙ্গীরা!

জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর প্রতিবাদে জাওহারির ‘জেহাদে’র ডাক

ভারতে বজ্রসহ বৃষ্টিপাত ও ধূলি ঝড়ে নিহত ৪০

ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে বোমা হামলায় নিহত ৭

বৃষ্টি ও বজ্রপাতে ভারতে ৪০ জনের মৃত্যু