বুধবার, ১৬ই মে, ২০১৮ ইং ২রা জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ের ছোবলে স্কুল  ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সাইফুর রহমান বিজয় : ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝাড়ের সময় গাছের নীচে পড়ে এক স্কুল ছাএীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্হপতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ছাএী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের জুয়েল বর্ধনের বড় মেয়ে অন্নেসা বর্ধন(১০)। সে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্রী ছিলেন।
প্রর্তক্ষদর্শী জানায়,  দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় অন্নেসাসহ অন্যন্যরা স্কুলের কক্ষে  জড়ো হয়। ঝাড়ের তীব্রতা  বেড়ে  যাওয়ার এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার  সময়  গাছ ভেঙ্গে পড়ে অন্নেসাসহ  তিনজন ছাত্রী গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার স্হানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে অন্নেসা কে মৃত ঘোষণা করে। আর অন্য দুজন  চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্নেসা বর্ধনের মৃত্যুর সংবাদে তার পরিবারসহ স্কুলের সহপাঠীরা  কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো এলাকায় চলছে শোকের ছোয়া নেমে আসে।
তবে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজনক অভিভাবক এ ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পাঁচদিন পর কিশোরের লাশ উদ্ধার

মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

কুমিল্লার দাউদকান্দিতে ৫০ কিলোমিটার যানজট

খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যারা

নারায়ণগঞ্জে অস্ত্র মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খালেদা জিয়ার জামিন বহাল