অবশেষে স্বেচ্ছায় মৃত্যুকেই বেছে নিলেন বিজ্ঞানী ডেভিড গুডাল
পরিবেশ ও উদ্ভিদ বিজ্ঞানী ডেভিড গুডাল ১০৪ বছর বয়সে সুইজারল্যান্ডের এক ক্লিনিকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন।
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। শারীরিকভাবে সুস্থ অথচ বেঁচে থাকার মাঝে আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছেন না, তাই আর বাঁচতে চান না বলে তিনি আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন। বিষয়টি বিশ্ব মিডিয়ার নজর এড়ায়নি।
অস্ট্রেলিয়াতে স্বেচ্ছামৃত্যু আইনগত অপরাধ তাই তিনি সুইজারল্যান্ডে ছুটে যান তার পরম কাঙ্খিত মৃত্যুকে বরণ করে নিতে। ১৯৪৬ সালে প্রথম সুইজ্যারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যু গ্রহণের আইন অনুমোদন করা হয়।
বিজ্ঞানী ডেভিড গুডাল ১৯৭৯ সাল থেকে বিজ্ঞানচর্চা করে আসছিলেন। সম্প্রতি তিনি ‘ইকোসিস্টেম অব দ্য ওয়ার্ল্ড’ নামে ত্রিশ ভলিউমের একটি বই লিখেছিলেন এই প্রথিতযশা বিজ্ঞানী। বিবিসি।