সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

‘ছাত্রলীগ করে সিইসি হলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্রলীগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারলে, ছাত্রদল করে রিটার্নিং কর্মকর্তা হতে সমস্যা কোথায়?’ বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) তাঁদের আশ্বাস দিয়েছে। ইসির আগ্রহ নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন না। তবে ইসির সক্ষমতা নিয়ে তাঁদের সন্দেহ আছে। ইসি পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারবে কি না, তা নিয়ে বিএনপি দুশ্চিন্তাগ্রস্ত।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপির এজেন্টদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ এনে দলটির একটি প্রতিনিধিদল বিকেলে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করেন। সিইসির সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নজরুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি এবং নতুন করে কাউকে হয়রানি না করার দাবি জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগ সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ করেছিল, খুলনা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী একটি দলের (ছাত্রদল) ক্যাডার ছিলেন। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনী মাঠে সমান সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘তাঁরা সিইসিকে বলেছেন, সিইসি ছাত্রলীগ করতেন। তিনি ছাত্রলীগ করে সিইসি হতে পারলে ছাত্রদল করা কেউ রিটার্নিং কর্মকর্তা হলে তাতে সমস্যা কী।’

প্রতিনিধিদলে আরও ছিলেন নিতাই রায় চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

খুলনা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

অনুপ্রবেশ ঠেকাতে এবার পদপ্রত্যাশীদের অতীত যাচাই-বাছাই করছে হাইকমান্ড

‘ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি’

আওয়ামী সন্ত্রাসীদের ফাঁকা মাঠে উৎসব চলছে : রিজভী

চেয়ারপারসনের মুক্তির দাবিতেই আটকে আছে বিএনপি, হতাশ নেতাকর্মী

ভোটের দিন খুলনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা