সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

সেই অ্যাপোলো ১১-তেই

ডেস্ক রিপোর্ট : অপেক্ষা হয়তো শেষ হচ্ছে এবার। নতুন ইতিহাসের পথে বাংলাদেশ। শুরু হচ্ছে মহাকাশে কাব্য লেখার পালা। বহুল প্রতীক্ষিত দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উড়াল দেবে আগামী ১১ মে। মার্কিন বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। যদিও একাধিকবার তারিখ এবং সময় ঠিক হওয়ার পরও সেটা সম্ভব হয়নি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। সব ঠিকঠাক আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রযুক্তিগত সমস্যা না থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু ১-এর উৎক্ষেপণের সময় ঠিক করা হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী তখন বৃহস্পতিবার রাত ২টা ১২ থেকে ৪টা ২২ মিনিট। সূত্র : আমাদের সময়

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাজারে আসছে ওয়ালটনের আয়োনাইজার প্রযুক্তির স্মার্ট এসি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের চ্যালেঞ্জও কম নয়

যেভাবে ফিরে আসে রকেট (ভিডিও)

যেসব সুবিধা মিলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে

আজ রাতে আবার যাত্রা

মহাকাশে অবস্থান করছে এগারো রকমের ৪২০০ স্যাটেলাইট