বুধবার, ১৬ই মে, ২০১৮ ইং ২রা জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের টেলিভিশনগুলোর জন্য চ্যালেঞ্জ’

আজকেই (১০মে) উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম স্যাটেলাইটধর দেশে অন্তর্ভূক্ত হবে বাংলাদেশ। স্যাটেলাইন উৎক্ষেপণ হলে দেশের ইন্টারনেটগতি এবং টেলিভিশন ব্রটকাস্টিং এর জন্য বলা চলে সাফল্য বয়ে নিয়ে আসবে।

তবে টেলিভিশনের জন্য কতটা সফলতা বয়ে নিয়ে আসবে তা নিয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট যে অরবিটাল সøটে (১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশ) স্থাপন করা হবে, তার মাধ্যমে কাজ করা বাংলাদেশের টেলিভিশনগুলোর জন্য হবে একটি চ্যালেঞ্জ। টেলিভিশন স্টেশনগুলো যাতে স্যাটেলাইটের সুবিধা পায়, সে জন্য যা দরকার তা করতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২৬টি রয়েছে কেইউ-ব্যান্ডে এবং বাকি ১৪টি সি-ব্যান্ড। আমরা কেইউ ব্যান্ডে টেলিভিশন চালাতে বেশি আগ্রহী নই, কারণ এক ফোঁটা বৃষ্টি হলেও এতে ফ্রিকোয়েন্সিতে বাধার সৃষ্টি হয়। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা সি-ব্যান্ডের জন্য বেশি আগ্রহী।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মেয়েদের নিরাপত্তা হুমকির সম্মুখীন : দায়বদ্ধতা কার?

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বড় শহরকে ভাবিয়ে তুলেছে : ড. জিল্লুর রহমান

শিগগিরই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা দরকার

যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের অধিকাংশই ছাত্রশিবিরের : এইচটি ইমাম

‘বর্তমান ছাত্রলীগ অতীত ঐতিহ্য ধারণ করতে পারছে না’

প্রসিকিউশনে যোগদানের পর কর্তৃপক্ষের নির্দেশেই সব করেছি: ড. তুরিন আফরোজ