সোমবার, ১৪ই মে, ২০১৮ ইং ৩১শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

রাজীবকে ক্ষতিপূরণ না দিতে বিআরটিসির আপিল

দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ না দিতে আপিল করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন বলে জানিয়েছেন বিআরটিসির আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান। তিনি জানান, রোববার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়ার বিষয়ে মুনীরুজ্জামান বলেন, কার দায় কতটুকু সেটা পরিমাপ না করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। আর এ ধরনের ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। আর বিআরটিসি সরকারের টাকায় চলে। তারা কীভাবে ক্ষতিপূরণ দেবে? এসব কারণে হাইকোর্টের আদেশের বিআরটিসির অংশ স্থগিত চাওয়া হয়েছে আবেদনে।

এর আগে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ ৮ মে স্বজন পরিবহন ও বিআরটিসি কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। এক মাসের মধ্যে দুই বাস কর্তৃপক্ষ ২৫ করে ৫০ লাখ টাকা ব্যাংক হিসাবে জমা দিতে বলা হয়। ২৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

রাত পোহাবার আগেই ব্যালট বাক্স ভরে ফেলা হবে, অভিযোগ মঞ্জুর

বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ভোটের দিন খুলনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বার কাউন্সিল নির্বাচনে আজ ভোট

ফসলের ন্যায্য দাম পাচ্ছে না হাওরের কৃষক