এ এক দেবশিশু
বিনোদন ডেস্ক : গত বছরের অক্টোবরে এশা দেওল আর ভারত তাখতানি দম্পতি একটি কন্যাসন্তানের মা-বাবা হন। তাঁদের ঘর আলো করে আসে রাধ্য তাখতানি, যার বয়স এখন ৭ মাস।
তবে এতদিন এই দেবশিশুটিকে সবার চোখের আড়াল করে রেখেছিলেন এই দম্পতি। তবে আজ সকালে এশা তাঁর নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল এই অসম্ভব মিষ্টি দেবশিশুটির ছবি শেয়ার করেন। লেখেন, আমাদের প্রিয় কন্যা, রাধ্য তাখতানি।
‘কেকওয়াক’ নামে একটি হিন্দি শর্ট ফিচার ফিল্মের মাধ্যমে খুব শিগগিরই কামব্যাক করছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এশা দেওল। সেই সাথে মিডিয়ার সামনেও আসছেন তিনি খুব শিগগিরই। জানাবেন তাঁর মাতৃত্বের কথা, যা এতদিন অজানা ছিল।
উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এশা দেওল এবং ভারত তাখতানি। দীর্ঘ পাঁচ বছর সুখী দাম্পত্যের শেষে তাঁরা গত বছরের অক্টোবরে কন্যা রাধ্যর বাবা-মা হন।
সূত্র : ডিএনএ, বলিউড লাইফ.কম
এ জাতীয় আরও খবর

সাইকোথ্রিলিং সিনেমাতে জয়া

‘ভাইজান এলো রে’ বিতর্কে চলচ্চিত্রপাড়ায় ক্ষোভ

গাইলেন সালমান, নাচলেন শাহরুখ

Video: Sonam calls Anand Ahuja ‘babu’ when the duo exchange garlands

অসুস্থ স্বামীকে বাঁচাতে দেহ ব্যবসায় প্রিয়াংকা!
