জেরুজালেমের সড়কে বসানো হয়েছে মার্কিন দূতাবাসে যাওয়ার পথনির্দেশক
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের রাজধানী পবিত্র জেরুজালেম শহরের রাস্তায় ইসরাইলে নিযুক্ত মার্কিন দূতাবাসে যাওয়ার অন্তত পথনির্দেশক বসানো হয়েছে।
আগামী সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের কর্মসূচিকে সামনে রেখে সোমবার এ পথ নির্দেশনাসংবলিত ফলকগুলো স্থাপন করা হয়।
গত বছরের ৬ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
এর পর ইসরাইলের বর্তমান রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক দেখতে পান, দক্ষিণ জেরুজালেমে মার্কিন কনস্যুলেট ভবনের কাছে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় পথনির্দেশক ফলক স্থাপন করছে। এ ভবনটিতেই আগামী ১৪ মে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে আনা হবে।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও সেখানে দূতাবাস সরিয়ে আনার বিরোধিতা করে আসছেন ফিলিস্তিনের নেতৃবৃন্দ।
তারা ডোনাল্ড ট্রাম্পের এ উদ্যোগকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন।
ফিলিস্তিনিরা চান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা। ১৯৬৭ সালে জর্দানের কাছ থেকে এ শহরটি দখল করে নিয়েছিল ইসরাইল। এখানে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবস্থিত।